ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বললে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের অব্যাহত আন্দোলন-সংগ্রমের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সর্বক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লেগেছৈ। এই দেশটা কারো একার নয়, ধর্মবর্ণ নির্বিশেষে সবার। সবাই দেশের সমান নাগরিক। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে জৈনপুরে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য শত বছরের। এখানে একসাথে রোজা ও পূজা পালিত। সিলেটের সর্বধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। একটি কুচক্রী মহল ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার জন্য সুগভীর চক্রান্ত করছে। তাদের এই চক্রান্ত সফল হবে না।

এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা জাসাস এর আহবায়ক নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ এনামুল হক, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম ও সদস্য সুহেল ইবনে রাজা।

মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিব্রত ভৌমিক চন্দন বাবু, জনার্দন চক্রবর্তী, অধ্যাপক প্রতাপ চৌধুরী, পীযুষ দেব, দীপংকর পাল, মিন্টু দাশ, নারায়ণ চক্রবর্তী ও শুভ্র পুরকায়স্থ প্রমুখ।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির সভাপতি দক্ষিণ সুরমা উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৫ বছরের অব্যাহত আন্দোলন-সংগ্রমের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সর্বক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লেগেছৈ। এই দেশটা কারো একার নয়, ধর্মবর্ণ নির্বিশেষে সবার। সবাই দেশের সমান নাগরিক। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে জৈনপুরে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য শত বছরের। এখানে একসাথে রোজা ও পূজা পালিত। সিলেটের সর্বধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। একটি কুচক্রী মহল ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার জন্য সুগভীর চক্রান্ত করছে। তাদের এই চক্রান্ত সফল হবে না।

এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা জাসাস এর আহবায়ক নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ এনামুল হক, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম ও সদস্য সুহেল ইবনে রাজা।

মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিব্রত ভৌমিক চন্দন বাবু, জনার্দন চক্রবর্তী, অধ্যাপক প্রতাপ চৌধুরী, পীযুষ দেব, দীপংকর পাল, মিন্টু দাশ, নারায়ণ চক্রবর্তী ও শুভ্র পুরকায়স্থ প্রমুখ।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির সভাপতি দক্ষিণ সুরমা উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।