বললেন গভর্নর
বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করেনি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করেনি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ কথা বলেন।
এ সময় গভর্নর বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে। এর অংশ হিসেবে ডিপোজিট ইন্স্যুরেন্স এক লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ফলে ৯৫ শতাংশ গ্রাহকের আমানত সুরক্ষা পাবে।
ড. আহসান এইচ মনসুর আরো বলেন, আগামী ১০ দিনের মধ্যে ব্যাংক খাতের টাস্কফোর্স কাজ শুরু করবে। বিশ্ববব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান টাস্কফোর্সকে সহযোগিতা করবে।
তিনি বলেন, এস আলম গ্রুপের সম্পদ কেউ ক্রয় করলে তা নিজ দায়িত্বে করতে হবে। সম্পদের মালিকানা পাওয়ার নিশ্চয়তা নেই।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত প্রসঙ্গে গভর্নরবলেন, এই খাতের অনেক উদ্যোক্তা কেন ঋণ পাচ্ছে না, তা খুঁজে বের করার চেষ্টা করছি। এখনও এই খাতে ২৫ হাজার কোটি টাকা রয়েছে।