বাংলাদেশ থেকে আম যাবে চীনে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
চীন সরকার বাংলাদেশ থেকে আম রপ্তানির অনুমোদন দিয়েছে। সোমবার (২৯ জুলাই) ঢাকার চীনা দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি তাজা আম চীনে রপ্তানির অনুমোদন পেয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের ১০ তারিখ বেইজিংয়ে দু’দেশের নেতাদের সামনে চীন এবং বাংলাদেশ ‘প্রোটোকল অফ ফাইটোস্যানিটারি রিক্রুয়্যারমেন্ট ফর এক্সপোর্টিং অব ফ্রেশ ম্যাঙ্গোস ফ্রম বাংলাদেশ টু চায়না’ সই করে।
চীনের বাজারে আম রপ্তানি শুরু হলে বাংলাদেশের রপ্তানিতে বৈচিত্র্য আসবে বলে আশা প্রকাশ করা হয়।
চীনের বাজারে দীর্ঘদিন থেকে আম রপ্তানির চেষ্টা করে আসছে বাংলাদেশ। গত ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে সাক্ষাত শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, বাংলাদেশ থেকে পাট, চামড়া ও আমসহ বেশ কয়েকটি পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে চীন।
কৃষি মন্ত্রণানলয়ের তথ্যমতে, বিশ্বের ৩৮টি দেশে বাংলাদেশে থেকে আম রপ্তানি হয়। চলতি বছর রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার ১০০ টন।