সংবাদ শিরোনাম ::
বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- দিদারুল ইসলাম (৩০) ওমোঃ আরফাত (১২)।
বৃহস্পতিবার (২ মে) ভোরে পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে লবন মাঠে বজ্রপাতের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২ মে) ভোরে বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক ভোরে লবণ তুলতে মাঠে ছুটে যায়। এ সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। সকালে বজ্রপাতে লবন মাঠে দুই শ্রমিকের মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার (২ মে) সকালে দুই লবন শ্রমিকের নিথর দেহ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।