সংবাদ শিরোনাম ::
বজ্রপাতে দুই জনের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে পৃথক স্থানে বজ্রপাতে৷ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শারমিন আক্তার(৩৫) এবং মো.রাশেদ মুন্সী(২৫)।
জানা গেছে, মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে ঝড়ো বাতাস ও বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এ সময় আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যেতে চাইলে উঠানো বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো.রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।