https://bangla-times.com/
ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩

ফিলিপাইনে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

বাংলা টাইমস ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ । ১২৬ জন
Link Copied!

ফিলিপাইনের মিন্দানাওতে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২ ডিসেম্বর) এ ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান ভূতাত্ত্বিক সেন্টার জানিয়েছে, ভূমি থেকে ৬৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তি স্থল ছিল। শক্তিশালী এ ভূমিকম্পের পর ফিলিপাইন ও জাপানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্সের

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি (পিলরসি) জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতে সুনামির ঢেউ আঘাত হানতে পারে এবং এটি কয়েক ঘণ্টা ধরে চলতে পারে।

জাপানিজ ব্রাডকাস্টার এনএইচকে জানিয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা ৩ ফুট হতে পারে। জাপানের স্থানীয় সময় রাত দেড়টার দিকে পশ্চিমাঞ্চলীয় উপকূলে সুনামি আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬ এবং এটির উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে ৩২ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে এটি আঘাত হানে।