https://bangla-times.com/
ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের গ্রহণযোগ্যতা ৪০ শতাংশ

বাংলা টাইমস ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ । ৭১ জন
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জনপ্রিয়তা গত মাসেও খুব একটা বাড়েনি। বার্তা সংস্থা রয়টার্সের জরিপে এমনটি জানানো হয়েছে।
গত নভেম্বরের বাইডেনের জনপ্রিয়তা যাচাইয়ে তিন দিনের জনমত জরিপ চালায় রয়টার্স। গত রোববার পর্যন্ত এ জরিপে ভোট চলে।

এতে দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের গ্রহণযোগ্যতা ৪০ শতাংশ। যা এর আগের মাসে ছিল ৩৯ শতাংশ।

রয়টার্স বলছে, এ মাসে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জনপ্রিয়তা সর্বনিম্ন স্তরের কাছাকাছি ছিল।

আগামী বছরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে লড়তে হবে বাইডেনকে।

সম্প্রতি করা আরেকটি জরিপে বাইডেন ও ট্রাম্পের মধ্যে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

জরিপে দেখা যায়, বর্তমানে অর্থনীতি, অপরাধ ও অভিবাসন ইস্যুগুলো যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সমস্যা বলে মনে করেন আমেরিকানরা। এসব ইস্যুতে রিপাবলিকানদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাইডেন।

২০২১ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের গ্রহণযোগ্যতা ৫০ শতাংশের নিচে। ২০২২ সালে এটি নেমে ৩৬ শতাংশে এসে দাঁড়ায়। এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সর্বনিম্ন জনপ্রিয়তা।