https://bangla-times.com/
ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

প্রাথমিকের ক্লাস শুরু রোববার থেকে

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২৪ ১:১০ অপরাহ্ণ । ২৮ জন
Link Copied!

সারা দেশে প্রাথমিকের ক্লাস শুরু হবে রোববার (২৮ এপ্রিল) থেকে । শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিঞ্জপ্তিতে বলা হয়, রোববার (২৮ এপ্রিল) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।

এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮ থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে। আর দ্বিতীয় শিফট চলবে ৯টা ৪৫ মিনিট থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে।