প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগে রাজি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে রাজি। শনিবার (৩ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এরকম কোন সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তা পদত্যাগ করতে রাজি। সবসময় আমরা দেশের জন্য কাজ করি, আমরা সেটা (পদত্যাগ) করব যদি প্রধানমন্ত্রী মনে করেন।
মন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একটি শিশুও মারা যায়নি। জাতিসংঘ শিশু মৃত্যুর যে তথ্য দিয়েছে তা সম্পূর্ন ভুল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিলো। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিলো। ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যায়। কারণ তাদের সব দাবি পূরণ হয়েছে। এরপরও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা রয়েছে।
এদিকে, রোববার (৪ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময় আরো বাড়ানো হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গাজীপুর, ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।