প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
বগুড়া শহরের চকফরিদ এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম-আজহারুল ইসলাম শান্ত(২৪)।
তিনি ইন্টারনেট ব্যবসার পাশাপাশি বগুড়ার গাবতলি উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থীও ছিলেন। শহরে ফুলদিঘী এলাকায় তিনি ভাড়া বাড়িতে থাকতেন। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কুপতলা সাহাপাড়া গ্রামে।
বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই আনিস জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শান্ত শহরের চকফরিদ এলাকায় মোটরসাইকেল নিয়ে যান। রাস্তার ওপরই তার ওপর হামলা হয়। দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বগুড়ার সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ জানিয়েছেন, পুর্বশক্রতার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।