https://bangla-times.com/
ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩

পিকআপ ভ্যানে আগুন দেওয়ায় ছাত্রদল নেতা গ্রেফতার 

বাংলা টাইমস্
নভেম্বর ১৯, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ । ১ জন
Link Copied!

জয়পুরহাটের সদর উপজেলায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার রাত ২টার দিকে সদরের জামালপুর  পূর্ববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। তিনি আক্কেলপুর উপজেলার পূর্ব রুকিন্দিপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। মাসুদ থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে পিকআপে আগুন দেওয়ার অভিযোগ এনে থানায় মামলা দায়ের হয়েছে।