সংবাদ শিরোনাম ::
পাবনায় ওসির সাথে শিক্ষার্থীদের সাক্ষাৎ
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ সদর থানার আফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে সাক্ষাৎ করেছেন। রবিবার (১১ আগস্ট) দুপুর ১টায় সমন্বয়ক দেলোয়ার, মাঈনুল ইসলাম সৌরভ,নিরবসহ বিভিন্ন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, দখলদারিত্ব ও সংখ্যালঘুদের ওপর হামলা সমুহের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধরন ছাত্র ছাত্রীরা সম্পৃক্ত নয় বলে জানান। ৫ আগস্টের পরে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি সাধারণ জনগণের কাছে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
এদিকে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, জনস্বার্থে সৎ, ন্যায় ও নিষ্ঠার সাথে আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবো।