https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪

পাবনায় বৃষ্টির জন্য দোয়া

মাসুদ রানা, পাবনা
এপ্রিল ২২, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ । ২২ জন
Link Copied!

পাবনা সদর উপজেলার পশ্চিম সাধুপাড়া ঈদগাহ ময়দানে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আবহাওয়ার পরিবর্তনের ফলে দেখা দিয়েছে নানা প্রকৃতির দুর্যোগ। এতে করে দেশে অতিরিক্ত তাপদাহ চলছে। যার প্রভাব পরেছে মানুষ, কৃষি জমি, গাছ ও প্রাণীকূলে। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রায় শতাধিক মানুষ আল্লাহর দরবারে নামাজ ও দোয়ার মাধ্যমে রহমতের বৃষ্টির জন্য ফরিয়াদ জানান।

দোয়া মাহফিল শেষে সকলকে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়।