পাত্রী খুঁজে পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
৭০ বছর বয়সী আল গিলবার্টি। এর আগেও বিয়ে করেছেন। একটি সন্তানও রয়েছে। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ‘সিঙ্গেল’ তিনি। একাকী নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে তিনি বিরক্ত। একাকী জীবন কাটাতে অভিনব উপায় বের করেছেন গিলবার্টি। এজন্য বিলবোর্ডে জুড়ে দিয়েছেন বিজ্ঞাপন। তাতে সপ্তাহে খরচ ৪০০ ডলার। দার উদ্দেশ্য হচ্ছে জীবন সঙ্গী পাওয়া। সোমবার (২৯ এপ্রিল) দ্য নিউ ইয়র্ক পোস্ট এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিলবোর্ডে বিঞ্জাপনটি সাটানো রয়েছে। এরমধ্যে বিজ্ঞাপন দিয়ে বেশ সাড়াও পাচ্ছেন গিলবার্টি। দুই সপ্তাহে ৪০০-এর বেশি ফোন পেয়েছেন। এ ছাড়াও ৫০টি ই-মেইল পেয়েছেন ৭০ বয়সী এই বৃদ্ধ।
বিলবোর্ডটিতে গিলবার্টির হাসিমাখা একটি ছবি রয়েছে। এর সাথে রয়েছে কিছু বার্তা। তাতে লেখা, গিলবার্টি একাকী পুরুষ। অন্যত্র যেতেও রাজিও তিনি। এজন্য দরকার বিয়ের জন্য একজন নারী।