সংবাদ শিরোনাম ::
পদত্যাগ করলেন ঢাবি ভিসি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেন।
২০২৩ সালের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেন। এরমধ্যে কিছু কিছু উদ্যোগ বাস্তবায়নও করেছেন।
কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তাতে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলন দমাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চামলা করে ছাত্রলীগ।