https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩

নির্বাচন পর্যবেক্ষক হতে চার বিদেশি সংস্থার আবেদন

বাংলা টাইমস্
নভেম্বর ২১, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ । ৪ জন
Link Copied!

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যন্ত চারটি বিদেশি সংস্থা আবেদন করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের রেজিস্ট্রেশনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত ১২ টি দেশের ৩০ জন থেকে ৩৫ জন বিদেশি সাংবাদিক এবং চারটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে।

আবেদনকৃত সংস্থাগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়ন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরাম এবং এনডিআই-আইআরআই।

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের নিবন্ধনের জন্য মঙ্গলবার শেষ সময় ছিলো। এই সময়টা বাড়িয়ে ৭ ডিসেম্বর দেওয়া হলো।

ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।