নির্বাচন করবেন না বাফুফে’র সালাউদ্দিন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ২৬ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এ সময় কাজী সালাউদ্দিন বলেন, আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সামনে ২৬ অক্টেবরের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
কাজী সালাউদ্দিন টানা ৪ বার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হন। এবারও নির্বাচন করার কথা জানিয়েছিলেন সাবেক এই ফুটবলার। সম্প্রতি আল্ট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয়।
হুমকির মুখে পদত্যাগ করবেন না জানিয়ে বাফুফে সভাপতি বলেছিলেন, বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেয়ার?
উল্লেখ্য, ২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিন টানা ১৬ বছর দায়িত্ব পালন করেন। ছিলেন দক্ষিণ এশীয় ফুটবল সংস্থার (সাফ) সভাপতিও।