https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

ময়মনসিংহ প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ । ২৯ জন
Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সনাবাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

মঙ্গলবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় ইসি আলমগীর বলেন, নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। আমরা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করছি। বিএনপি না আসায় নির্বাচনে প্রভাব পড়বে না। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না বলে জানান ইসি।

তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ করতে প্রশাসনে রদবদল করা হচ্ছে। বদলি কার্যক্রম শুরু হয়েছে। কোন প্রার্থী হয়রানির অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।