https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে পড়ল দোকানে, আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ । ৬৬ জন
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকান ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় দুইজন অঅহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও ট্রাক্টরের হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় ভেঙে যায় দোকান ও একটি বাড়ি।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল ফকিরতলা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

সিএনজির স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, দুর্ঘটনায় আহত ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: রিপন(২০) ও ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মুজিবর রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ সদর শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মো: রিপনকে ভর্তি করে এবং শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার্ড করে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের দিক থেকে রায়গঞ্জে দিকে ট্রাকটি আসছিল। পথিমধ্যে ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল ফকিরতোলা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১টি সারের দোকান ভেঙ্গে বাড়িতে ঢুকে পড়ে । এতে সারের দোকানে সার কিনতে আসা শরিফুল ও দোকানদার রিপন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় । ঘটনার পর রায়গঞ্জ থানার পুলিশ এসে ট্রাকটিকে জব্দ করে।