সংবাদ শিরোনাম ::
নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ৯ মে
বিনোদন প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৯ মে ধার্য করেছেন আদালত। সোমবার (২৯ এপ্রিল) বিকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্ত্তীর আদালত এই তারিখ ধার্য করেন।
মামলার পলাতক আসামিরা হলো-ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, সেলিম খান, আদনান সিদ্দিকী।
এদিন আদালতে ফারুক আব্বাসী , তারিক সাঈদ মামুন, আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী জামিনে থেকে হাজিরা দেন। কারাগার থেকে সানজিদুল ইসলাম ইমনকে আদালতে হাজির করা হয়।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নায়ক সোহেল চৌধুরী। এ ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়।