নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানী বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া গ্রামে এ র্টনা ঘটে।
নিহত শিশু মুনতাসির সাজিন ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে এবং শিশু হাবিবা আক্তার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, শিশু দুইটি উঠানে খেলার একসময় বাড়ীর পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুকে দেখতে পায়। উদ্ধার করে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।