ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি, যাচ্ছেন ১২৩ মিয়ানমার নাগরিক

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরছেন। আর রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ জন সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্য স্বদেশে ফিরবেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশিরা কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে পৌঁছাবেন। একই সাথে এই ঘাট থেকে ১২৩ বিজিপি-সেনা সদস্য মায়ানমারে ফেরত যাবেন।

জানাগেছে, ৮৫ জন বাংলাদেশির মধ্যে রয়েছে কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার নাগরিক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক সালাহ্উদ্দিন বলেন, মায়ানমারে কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি দেশে ফিরবেন। একই সাথে ১২৩ জন বিজিপি এবং সেনা সদস্য মায়ানমারে ফেরত যাবেন। এর মধ্যে ৮ জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি সদস্য রয়েছে।

ডিসি জানান, বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবকিছু করা হচ্ছে। তবে আন্তঃবিভাগীয় সমন্বয় করে জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, মায়ানমার কর্তৃপক্ষ মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। এ প্রক্রিয়া এর আগেও কয়েক দফা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, রাখাইনে যুদ্ধ চলাকালে নাফনদী পেরিয়ে সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে মায়ানমারের সেনাসহ ১২৩ বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। কাল তাদেরকে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে, ১৫ ফেব্রুয়ারি ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি, সেনা এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিল। এরপর ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ২৮৮ সেনা ও বিজিপি ফেরত পাঠানো হয় এবং ১৭৩ বাংলাদেশি নাগরিক ফেরত আসেন। এরপর সর্বশেষ ৮ জুন একই ঘাট থেকে ১৩৪ জন বিজিপি এবং সেনা সদস্য মায়ানমারে ফেরত যায় এবং মায়ানমার থেকে বাংলাদেশে ফেরত আসে ৪৫ জন নাগরিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি, যাচ্ছেন ১২৩ মিয়ানমার নাগরিক

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

মিয়ানমারের কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরছেন। আর রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ জন সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্য স্বদেশে ফিরবেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশিরা কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে পৌঁছাবেন। একই সাথে এই ঘাট থেকে ১২৩ বিজিপি-সেনা সদস্য মায়ানমারে ফেরত যাবেন।

জানাগেছে, ৮৫ জন বাংলাদেশির মধ্যে রয়েছে কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার নাগরিক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক সালাহ্উদ্দিন বলেন, মায়ানমারে কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি দেশে ফিরবেন। একই সাথে ১২৩ জন বিজিপি এবং সেনা সদস্য মায়ানমারে ফেরত যাবেন। এর মধ্যে ৮ জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি সদস্য রয়েছে।

ডিসি জানান, বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবকিছু করা হচ্ছে। তবে আন্তঃবিভাগীয় সমন্বয় করে জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, মায়ানমার কর্তৃপক্ষ মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। এ প্রক্রিয়া এর আগেও কয়েক দফা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, রাখাইনে যুদ্ধ চলাকালে নাফনদী পেরিয়ে সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে মায়ানমারের সেনাসহ ১২৩ বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। কাল তাদেরকে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে, ১৫ ফেব্রুয়ারি ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি, সেনা এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিল। এরপর ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ২৮৮ সেনা ও বিজিপি ফেরত পাঠানো হয় এবং ১৭৩ বাংলাদেশি নাগরিক ফেরত আসেন। এরপর সর্বশেষ ৮ জুন একই ঘাট থেকে ১৩৪ জন বিজিপি এবং সেনা সদস্য মায়ানমারে ফেরত যায় এবং মায়ানমার থেকে বাংলাদেশে ফেরত আসে ৪৫ জন নাগরিক।