সংবাদ শিরোনাম ::
দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের কর্মীদের। মৃতরা তারা মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলো।
শনিবার (৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলো- আশরাফুল ইসলাম ও জিহাদ।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, শনিবার (৪ মে) দুপুরে ৫ বন্ধু মিলে লেকে গোসল করতে নামে। এক সময় লেকের মাঝখানে চলে যায় তারা। এরপর হঠাৎ দু’জন পানিতে ডুবে যায়। খবর পেয়ে টঙ্গি ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।