ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দাপট বেড়েই চলছে ডেঙ্গুর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৮ জনে। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ জন রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল ও খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট তিনজন মারা গেছে।

অন্যদিকে, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ২২১ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (২৬৭) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০৬ জন, খুলনা বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন,বরিশাল বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে ১৫৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৭৮৬ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এখানে চলতি বছর ৮৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুইজন ডেঙ্গুতে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাপট বেড়েই চলছে ডেঙ্গুর

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৮ জনে। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ জন রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল ও খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট তিনজন মারা গেছে।

অন্যদিকে, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ২২১ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (২৬৭) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০৬ জন, খুলনা বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন,বরিশাল বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে ১৫৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৭৮৬ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এখানে চলতি বছর ৮৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুইজন ডেঙ্গুতে মারা গেছে।