সংবাদ শিরোনাম ::
থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
ছয় দিনের সফরে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে তার এই সফর।
এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হবে। এ সময় দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
৬ দিনের সফরে থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা ও রানীর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

























