https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪

তীব্র গরমে স্কুল-মাদরাসায় পাঠদান বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ । ৮১ জন
Link Copied!

সোরা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদারাসায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ এপ্রিল) আদালত এই আদেশ দিয়েছেন।

স্ব-প্রণোদিত হয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

এর আগে রোববার (২৮ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা ও রাজশাহী- এই ৫ জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২৯ এপ্রিল) বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান রয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।