https://bangla-times.com/
ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪

তিন এমপিকে নিয়ে কাজ করার অঙ্গীকার নারী এমপির

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
মার্চ ১০, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ । ৫০ জন
Link Copied!

সংরক্ষিত নারী সংসদ সদস্য জারা জাবিন মাহবুব জেলার ৩ এমপিকে সাথে নিয়ে একসাথে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে কাজ কাজ করার অঙ্গীকার করেছেন।

সংসদ সদস্য নির্বাচিত হবার পর আজ রবিবার বিকেলে তিনি চাঁপাইনবাবগঞ্জে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি।

জারা জাবিন মাহবুব আরও বলেন, জেলার অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কর্মসংস্থানের ব্যবস্থাসহ চাঁপাইনবাবগঞ্জের আমকে বিশ্ববাজারে পরিচিত করার জন্য কাজ করে যাবেন।

তিনি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান। এসময় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তাঁকে ফুল দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।