https://bangla-times.com/
ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩

তিন আসনে মনোনয়ন চাইলেন রওশন এরশাদ

বাংলা টাইমস্
নভেম্বর ২৫, ২০২৩ ৮:২০ পূর্বাহ্ণ । ৩৮ জন
Link Copied!

ময়মন‌সিংহ ও রংপুর বিভাগ থেকে তিন‌টি ম‌নোনয়ন ফরম চে‌য়ে‌ছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জাত‌ীয় পা‌র্টির প্রধান পৃষ্ট‌পোষক রওশন এরশাদ। দল‌টির মহাস‌চিব মু‌জিব হক চুন্নু বুধবার এই তথ্য জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের মত প্রার্থীদের সাক্ষাৎকার নি‌তে এসে আজ শনিবার সাংবা‌দিক‌দের রওশন এরশাদের মনোনয়ন ফরম চাওয়ার তথ্য জানান।

তিনি জানান, দ‌লের ম‌ধ্যে কো‌নো কোন্দল নেই।

চুন্নু ব‌লেন, শুক্রবার ম‌নোনয়ন ফরম বি‌ক্রি শেষ হ‌য়ে গে‌লেও শ‌নিবার অনে‌কের অনু‌রো‌ধে কিছু ফরম বি‌ক্রি করা হয়ে‌ছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০’র বে‌শি ফরম বি‌ক্রি করা হয়ে‌ছে।

এর আগে, গতকাল শুক্রবার চুন্নু সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চাইলে তাঁর বাসায় মনোনয়ন ফরম পৌছে দেওয়া হবে।