https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

‘তফসিল ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হবে’

বাংলা টাইমস্
নভেম্বর ১৫, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ । ৪ জন
Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার করলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হবে।

বুধবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি মন মন্তব্য করলেন।

তিনি বলেন, তফসিল ঘোষণা হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হবে। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দায় নিতে হবে নির্বাচন কমিশনকে।

সংলাপের সম্ভাবনাও নাকচ করে দিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নয়। এর আগেও সংলাপের কথা দিয়েছিল। কিন্তু তারা কথা রাখে নাই। সুতরাং সংলাপ ফলপ্রসূ হবে না।