https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, নতুন আক্রান্ত ৯৫৬ জন

বাংলা টাইমস্
নভেম্বর ১৭, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ । ৫ জন
Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন ঢাকার এবং ৩ জন ঢাকার বাইরের। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১ হাজার ৫৩৯ জনে।

শুক্রবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্‌ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ঙেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৬ রোগী। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০৬ জন এবং ঢাকার বাইরে ৭৫০ জন। চলতি বছরে মোট আক্রান্ত ২ লাখ ৯৯ হাজার ৫০ জনে।

বিঞ্জপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ২৪৫ ডেঙ্গু রোগী। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৮ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৯২ হাজার ২৬৬ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।