সংবাদ শিরোনাম ::
ডিমের বাজারে উত্তাপ
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
বাজারে ডিমের দামে উত্তাপ ছড়াচ্ছে। বাজারে ফার্মের ডিমের ডজন এখন দেড়শ টাকা। তবে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামের নাগাল টানা যাচ্ছে না।
দাম বৃদ্ধির কারণে এই নিত্যপণ্যটি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
শুক্রবার (১৭ মে) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হয় ১৪৪ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ২৪০ টাকা। আর ১২টি হাঁসের ডিম কিনতে লাগবে ১৮০ টাকা।
রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৩৭০ টাকার নিচে নেই কক জাতের মুরগি।
এদিকে, বাজারে সবজির দামও চড়া। বেগুনের কেজি ১০০ থেকে ১২০ টাকা। পেঁপের কেজিও ৮০ টাকা। পেঁয়াজের দামও নতুন করে বাড়তে শুরু করেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।