ডলার পাচার: ন্যাশনাল ব্যাংকের পরিচালক-এমডির বিরুদ্ধে মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
ডলার পাচার ও আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দুই পরিচালক এবং সাবেক দুই এমডিসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদক পরিচালক মো. বেনজীর আহম্মদ দুটি মামলা দায়ের করেন।
সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বলেন, দুদক আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলার আসামিরা হলো-এনবিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী ও চৌধুরী মোশতাক আহমেদ, সিকদার রিয়েল এস্টেটের মালিক রিক হক সিকদার, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুর রহমান এবং সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল।
অপর মামলার আসামিরা হলো-সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুর রহমান, এনবিএলের পরিচালক রণ হক সিকদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী ও চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল এবং সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ।