সংবাদ শিরোনাম ::
টেলিগ্রামের সিইও গ্রেফতার
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেফতার করা হয়েছে। ফ্রান্সের লা বুরজে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ফরাসি পুলিশ। রোববার (২৫ আগস্ট)ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
শনিবার (২৪ আগস্ট) রাতে আজারবাইজান থেকে প্রাইভেট জেটে ফ্রান্সে পৌঁছান দুরভ। আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো তার বিরুদ্ধে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে ফ্রান্সে। দাবি- নজরদারির সুযোগ না থাকায়; অপরাধী চক্রের মধ্য বহুল ব্যবহৃত অ্যাপটি। রাশিয়া, ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলোয় ব্যাপক জনপ্রিয় এটি।
২০১৩ সালে, রুশ নাগরিক দুরভ প্রতিষ্ঠা করেন অ্যাপটি। এরপর ২০১৮ সালে রাশিয়ায় নিষিদ্ধ হয়। তিনবছর পরই পূণরায় সেটি চালু হয়। বর্তমানে, টেলিগ্রামের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯শ’ মিলিয়ন।