https://bangla-times.com/
ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩

টাঙ্গাইল সদর কোর্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার

বাংলা টাইমস্
নভেম্বর ১৯, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ । ৬ জন
Link Copied!

টাঙ্গাইল জেলার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার । (১৯ নভেম্বর) রবিবার এই পরিদর্শন করেন পুলিশ সুপার।

এ সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট মোঃ তানবীর আহম্মেদ, পরিদর্শনকালে পুলিশ সুপার সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন ও তাদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার টাঙ্গাইল সদর কোর্টের মালখানা ও কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শরফুদ্দীন সহ সদর কোর্টে টাঙ্গাইলে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।