ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষের পদত্যাগ ও বিচার দাবি করেছে শিক্ষার্থী ও অভিবাবকরা। এদিকে অভিবাবকরা মানববন্ধন করতে গেলে স্কুলের অধ্যক্ষের স্বামী তার লোকজন নিয়ে বাঁধা দেয়ার অভিযোগও উঠেছে।

রোববার ( ১ সেপ্টেম্বর) সকালে শহরের জেলা সদর রোডে অবস্থিত প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

অভিবাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের হিজাব পরিহিত ছাত্রীদের নানা বাঁধার মুখে পড়তে হয়। ছাত্রীরা হিজাব পড়ে প্রবেশ করতে চাইলে তাদের গেটে আটকে দেয়া হয়। এছাড়া অধ্যক্ষকের বাহাভুক্ত কতিপয় শিক্ষক প্রতিনিয়ত ছাত্রীদের হিজাব পড়তে নিষেধ করে আসছে।

সম্প্রতি হিজাব পড়াকে কেন্দ্র করে এক অভিবাবকের সাথে ওই অধ্যক্ষের কথাকাটাকাটি হয়। বিষয়টি জানাজানির পর অভিবাবকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিবাদে ওই শিক্ষার্থীর অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে মানববন্ধন করতে গেলে অধ্যক্ষের স্বামী হারুণ-অর-রশীদ তার লোকজন নিয়ে বাঁধা দেয়। এ সময় তারা ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এরপর অভিবাবকরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে রাখে।

শিক্ষার্থী ও অভিবাবকদের অভিযোগ, এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি চলে আসছে অধ্যক্ষ শাহানা আক্তার। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের সাথে সখ্যতা থাকায় ও তার স্বামী হারুণ অর রশীদ প্রশাসনের সাথে সখ্যতা থাকায় একক আধিপত্য গড়ে তুলেন এবং দাপটের সহিত নানা অনিয়ম করতেন। স্কুলের নামে দোকান ভাড়া, ১৫’শ শিক্ষার্থীর বেতন পরিক্ষা ফিসহ লাখ-লাখ টাকা আত্মসাৎ করে আসছেন।

অভিবাবকদের আরও অভিযোগ,ছোট খাটো বিষয় নিয়ে অধ্যক্ষের নিকট জানাতে গেলে প্রায়ই তারা লাঞ্চিতর শিকার হতে হয়েছে। স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের জন্যে কোন টিফিন টাইম নেই। শিক্ষার্থীরা অনেকটা পালিয়ে পালিয়ে টিফিন করে থাকে। এছাড়া কোচিং বাণিজ্য, সকল বই খাতা-কলমসহ শিক্ষা সরঞ্জাম স্কুল থেকে অনেক বেশি দামে কিনতে বাধ্য করা হয়। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে নানাভাবে হয়রানীর শিকার হতে হয় শিক্ষার্থী ও অভিবাবকদের।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর শর্তে তিনি স্কুলে শিক্ষক নিয়োগ দিতেন। শিক্ষকরা দিনরাত পরিশ্রম করলেও তাদের সামান্য বেতন দেওয়া হয়। প্রতিবাদ করলে তাদের চাকুরী থেকে অব্যহতি দেওয়া হয়। এছাড়াও শিক্ষদের সাথেও র্দুব্যবহার করা ছিলো নিত্যদিনের স্বভাব।

এ বিষয়ে অভিযুক্ত প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানা আক্তার এসব অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের হিজাব পড়া নিষিদ্ধ করা হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষের পদত্যাগ ও বিচার দাবি করেছে শিক্ষার্থী ও অভিবাবকরা। এদিকে অভিবাবকরা মানববন্ধন করতে গেলে স্কুলের অধ্যক্ষের স্বামী তার লোকজন নিয়ে বাঁধা দেয়ার অভিযোগও উঠেছে।

রোববার ( ১ সেপ্টেম্বর) সকালে শহরের জেলা সদর রোডে অবস্থিত প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

অভিবাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের হিজাব পরিহিত ছাত্রীদের নানা বাঁধার মুখে পড়তে হয়। ছাত্রীরা হিজাব পড়ে প্রবেশ করতে চাইলে তাদের গেটে আটকে দেয়া হয়। এছাড়া অধ্যক্ষকের বাহাভুক্ত কতিপয় শিক্ষক প্রতিনিয়ত ছাত্রীদের হিজাব পড়তে নিষেধ করে আসছে।

সম্প্রতি হিজাব পড়াকে কেন্দ্র করে এক অভিবাবকের সাথে ওই অধ্যক্ষের কথাকাটাকাটি হয়। বিষয়টি জানাজানির পর অভিবাবকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিবাদে ওই শিক্ষার্থীর অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে মানববন্ধন করতে গেলে অধ্যক্ষের স্বামী হারুণ-অর-রশীদ তার লোকজন নিয়ে বাঁধা দেয়। এ সময় তারা ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এরপর অভিবাবকরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে রাখে।

শিক্ষার্থী ও অভিবাবকদের অভিযোগ, এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতি চলে আসছে অধ্যক্ষ শাহানা আক্তার। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের সাথে সখ্যতা থাকায় ও তার স্বামী হারুণ অর রশীদ প্রশাসনের সাথে সখ্যতা থাকায় একক আধিপত্য গড়ে তুলেন এবং দাপটের সহিত নানা অনিয়ম করতেন। স্কুলের নামে দোকান ভাড়া, ১৫’শ শিক্ষার্থীর বেতন পরিক্ষা ফিসহ লাখ-লাখ টাকা আত্মসাৎ করে আসছেন।

অভিবাবকদের আরও অভিযোগ,ছোট খাটো বিষয় নিয়ে অধ্যক্ষের নিকট জানাতে গেলে প্রায়ই তারা লাঞ্চিতর শিকার হতে হয়েছে। স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের জন্যে কোন টিফিন টাইম নেই। শিক্ষার্থীরা অনেকটা পালিয়ে পালিয়ে টিফিন করে থাকে। এছাড়া কোচিং বাণিজ্য, সকল বই খাতা-কলমসহ শিক্ষা সরঞ্জাম স্কুল থেকে অনেক বেশি দামে কিনতে বাধ্য করা হয়। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে নানাভাবে হয়রানীর শিকার হতে হয় শিক্ষার্থী ও অভিবাবকদের।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর শর্তে তিনি স্কুলে শিক্ষক নিয়োগ দিতেন। শিক্ষকরা দিনরাত পরিশ্রম করলেও তাদের সামান্য বেতন দেওয়া হয়। প্রতিবাদ করলে তাদের চাকুরী থেকে অব্যহতি দেওয়া হয়। এছাড়াও শিক্ষদের সাথেও র্দুব্যবহার করা ছিলো নিত্যদিনের স্বভাব।

এ বিষয়ে অভিযুক্ত প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানা আক্তার এসব অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের হিজাব পড়া নিষিদ্ধ করা হয়নি বলেও জানান তিনি।