https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

টাঙ্গাইলে প্রতিবন্ধী দিবস পালিত

মো. মশিউর রহমান, টাঙ্গাইল
ডিসেম্বর ৪, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ণ । ৩৪৫ জন
Link Copied!

‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

প্রথমে বর্ণনাঢ্য র‍্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাফিসা আক্তার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, ডেপুটি সিভিল সার্জন মোঃ আজিজুল হক, স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ হাবিবুর রহমান খান, সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মোঃ সৌরভ তালুকদার ও শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

এ সময় বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।