সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরিফা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নিবাহী অফিসার রহুল আমিন শরিফ ও জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত প্রমুখ।
আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণের গুরুত্বতা উপস্থাপন করেন। শিশু জন্ম গ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার নির্দেশনা প্রদান করেন। এ সময় সরকারি দপ্তরের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।