সংবাদ শিরোনাম ::
ঝিকরগাছা উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত
শহিদুল ইসলাম দইচ, যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই অভিযোগে জেলার অন্তত ৩৫ নেতাকে সতর্ক করে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
তিনি জানান, দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আগেই ওই কমিটির নেতাদের নির্দেশ দিয়েছিলো জেলা কমিটি । কিন্তু কিছু কাজে ব্যর্থ হওয়ায় পুরো কমিটির কার্যক্রমকেই স্থগিত করা হয়েছে।
সৈয়দ সাবেরুল হক আরও জানান, একই অভিযোগে যশোরের বিভিন্ন উপজেলার ৩৫ জন নেতাকে সতর্ক করা হয়েছে।
খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নেতা যে পদমর্যাদারই হোক, তিনি দলীয় শৃঙ্খলার উর্ধে নন। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কিম্বা রক্ষা করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।