https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩

জোটে নয়, একক প্রার্থী দেবে জাপা

বাংলা টাইমস্
নভেম্বর ২০, ২০২৩ ৭:৩৮ পূর্বাহ্ণ । ৩ জন
Link Copied!

এবার মহাজোট থেকে নির্বাচনে অংশ নিচ্ছে না জাতীয় পার্টি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে দলটি। সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে যেতে কাজ শুরু করেছে জাতীয় পার্টি। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এবার মহাজোটে নয়, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।

আরও পড়ন : জাতীয় পার্টিতে ভোটের নাটক

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল। সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।

এদিকে, সোমবার (২০ নভেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করছে জাতীয় পার্টি। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।

আরও পড়ন :রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের নামে দুই মামলা

দলের বনানী কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সবাইকে বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।

৯০-এর দশকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা স্বৈরশাসক এরশাদের পতনের পর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট করেছে দলটি।

১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।