সংবাদ শিরোনাম ::
জিব্রাইল ছাড়াও অনন্য
সৈয়দা রাশিদা বারী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
রেমাল সাইক্লোনও বয়ে গেলে যাক
হয়েছি তো আজ আমি তেমনি এক
এ আখির ধারা ভাসিয়ে
নিলেও হ্যাঁ নিক
জানবো – তোমার-ই – জন্য।।
জীবন তো জানি এক স্বপ্ন মেলা
ভাঙা গড়া থাকবেই সারা বেলা
আমার এ ভাঙ্গা মনে
নাই গান আর
সুরাহারা – দোতলায় – গণ্য।।
পুড়ে হোক অঙ্গার আমার ভুবন
ধরেই নেবো এটা সুখের মরন
ভালোবাসায় যদি গো
হয় অভিশাপ
ভালোবেসে – তবু আমি – ধন্য।।
কোরবানি দেয় যদি দিক আমার
প্রভুর নির্দেশ দোষ দেবো ভাগ্যের
এখানে আমি ইসমাইল
ভাগ্যই ইব্রাহীম
জিব্রাইল – ছাড়াও – অনন্য।।
কবি পরিচিতি: সৈয়দা রাশিদা বারী কবি ও মাসিক স্বপ্নের দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। এছাড়াও তিনি বেতার, বিটিভি ও চলচ্চিত্রের গীতিকার।