জাতীয় প্রেস ক্লাব থেকে ৩ সাংবাদিককে অব্যাহতি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
জাতীয় প্রেস ক্লাব থেকে তিন সাংবাদিকের সদস্যপদ বাতিল করা হয়েছে। তারা হলেন-সাংবাদিক ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও শাহনাজ সিদ্দীকি সোমা।
এই তিনজনের ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের সদস্যপদ বাতিল করা হয়। একই সাথে ক্লাবে সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
রবিবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের নোটিশে এই তথ্য জানানো হয়। প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নোটিশে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ।
সদ্য সাবেক এমপি সাংবাদিক ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক শ্যামল দত্ত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শাহনাজ সিদ্দীকি সোমা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদ আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে,- ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ১০ আগস্ট (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবর পেশ করে। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো।
ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।