ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদক মামলায় মায়ের তিন বছরের শিশু কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক মামলায় নাছরিন আক্তার নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তার তিন বছরের শিশু। তার নাম  ইব্রাহিমকে  একই মামলায় নাজমা বেগম ও রুবেল হোসেন নামে দুজনকেও কারাগারে পাঠানো হয়।  বুধবার ৫ ফেরুয়ারী তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে  মঙ্গলবার সন্ধ্যায় তল্লাশি চালিয়ে প্রাইভেট কার, ৪০ কেজি গাঁজা গাজা ও ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ। 

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে এমন সংবাদ পায় আক্কেলপুর থানা-পুলিশ। পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটির গতি রোধ করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার শিশুসহ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার রুবেল হোসেন, জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের নাজমা বেগম এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের নাসরিন আক্তার। নাজমা বেগমের নামে আগেও বগুড়া, নাটোর ও কুমিল্লায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।
 
ইব্রাহিমের মা নাসরিন আক্তার বলেন, কয়েকদিন আগে তার স্বামী রাকিব হোসেন মারা যান। তিনিও মাদক কারবারী ছিলেন। দারিদ্রতার কারণে স্বামীর এক সহযোগীর পরামর্শে নেমে পড়েন এ কাজে। দুই হাজার টাকার চুক্তিতে কুমিল্লা থেকে গাঁজার চালান আনছিলেন তারা। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে মাদক মামলায় মায়ের তিন বছরের শিশু কারাগারে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক মামলায় নাছরিন আক্তার নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তার তিন বছরের শিশু। তার নাম  ইব্রাহিমকে  একই মামলায় নাজমা বেগম ও রুবেল হোসেন নামে দুজনকেও কারাগারে পাঠানো হয়।  বুধবার ৫ ফেরুয়ারী তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে  মঙ্গলবার সন্ধ্যায় তল্লাশি চালিয়ে প্রাইভেট কার, ৪০ কেজি গাঁজা গাজা ও ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ। 

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে এমন সংবাদ পায় আক্কেলপুর থানা-পুলিশ। পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটির গতি রোধ করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার শিশুসহ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার রুবেল হোসেন, জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের নাজমা বেগম এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের নাসরিন আক্তার। নাজমা বেগমের নামে আগেও বগুড়া, নাটোর ও কুমিল্লায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।
 
ইব্রাহিমের মা নাসরিন আক্তার বলেন, কয়েকদিন আগে তার স্বামী রাকিব হোসেন মারা যান। তিনিও মাদক কারবারী ছিলেন। দারিদ্রতার কারণে স্বামীর এক সহযোগীর পরামর্শে নেমে পড়েন এ কাজে। দুই হাজার টাকার চুক্তিতে কুমিল্লা থেকে গাঁজার চালান আনছিলেন তারা। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।