https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

জয়পুরহাটে দুই আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
ডিসেম্বর ১, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ । ১৮৬ জন
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসন (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) ও জয়পুরহাট-০২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) এ দু’টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে জয়পুরহাট-০১ আসনে দু’টি নারী স্বতন্ত্র প্রার্থী সহ ১০ জন এবং জয়পুরহাট-০২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে নির্বাচনের সংশ্লিষ্ট দপ্তরের এসব মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। এসময় প্রার্থীদের সঙ্গে দলীয় নেতাকর্মী-সমর্থদের উপস্থিতি দেখা গেছে।

জয়পুরহাট-০১ আসনে নির্বাচনে অংশ নিতে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ রুকুনুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম মোয়াজ্জেম হোসেন, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাসুম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ কে এম রায়হান মন্ডল মনু, আব্দুল আজিজ মোল্লা, আলেয়া বেগম, জহরুল ইসলাম এবং রানী রাবেয়া আসরী।

জয়পুরহাট-০২ আসনে নির্বাচনে অংশ নিতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন, জাকের পার্টি মনোনীত প্রার্থী গোলাম রসুল, বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত প্রার্থী মোঃ নয়ন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সাইদ নুরুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আতোয়ার রহমান এবং আব্দুর রাজ্জাক সরদার।

জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, জেলার দুই’টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপি সহ বিভিন্নরাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।