চালক ছাড়াই চলবে গাড়ি, দাম ৩০ হাজার ডলার
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
এবার প্রযুক্তির দুনিয়ায় বিশ্বের নজর কেড়ে নিলো এলন মাস্কের টেসলা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে এক এআই ইভেন্টে নতুন ভার্সন তুলে ধরলেন এলন মাস্ক। প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক এই গাড়িতে থাকবে না কোনো ‘স্টেয়ারিং হুইল’। চালক ছাড়াই চলবে গাড়িটি।
অত্যাধুনিক গাড়ির ফিউচারিস্টিক ডিজাইন নিয়ে হাজির হন টেসলা কর্তা। তিনি জানান, ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে শুরু হবে গাড়ির নির্মাণ। গাড়ির দাম হবে আনুমানিক ৩০ হাজার ডলারের কিছু কম।
জানা গেছে, গাড়ি সম্পূর্ণ প্রযুক্ত নির্ভর। গাড়িতে কোনো ‘স্টেয়ারিং হুইল’ নেই ফলে আলাদা করে চালকের প্রয়োজনই নেই। নিজে থেকেই যে কোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম গাড়িটি। যাত্রীরা নির্ভয়ে মুক্ত হস্তে এতে সওয়ার হতে পারবে। গাড়িতে বসার পাশাপাশি শুয়েও সফর করতে পারবেন যাত্রী। আগে থেকে ঠিক করে দেয়া গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছে যাবে গাড়ি।
শুধু তাই নয়, এই রোবোট্যাক্সি যাত্রা খরচও খুব একটা বেশি নয়। ১.৬ কিলোমিটার যাত্রায় গাড়ির খরচ পড়বে ভারতীয় মুদ্রায় মাত্র ১৬ টাকা। এই ইলেক্ট্রিক রোবোট্যাক্সিতে এক সাথে দু’জন যাত্রা করতে পারবে। গাড়িটিতে থাকবে ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতোই এই গাড়ির দুই দিকে থাকবে উর্ধ্বমুখী দরজা। বাইরে ও ভেতর থেকে গাড়িটি দেখতেও অসাধারণ।
তবে শুধু রোবোট্যাক্সি নয়, এ ইভেন্টে রোবোভ্যানের কনসেপ্টও নিয়ে আসেন এলন মাস্ক। চালকবিহীন এই গাড়িতে এক সাথে২০ জন যাত্রা করতে পারবে। সব মিলিয়ে স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে টেসলা।