চার জেলায় কারফিউ শিথিলের সময় বাড়লো ২ ঘণ্টা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
ঢাকাসহ চার জেলায় কারফিউ অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা কারফিউ অব্যাহত থাকবে। এসব জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা।
শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, গাজীপুর,নারায়ণগঞ্জ ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা কারফিউ অব্যাহত থাকবে। শিথিল থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা। এর আগে এসব জেলায় কারফিউ জারি ছিলো সকাল ৭টা থেকে রাত ৮টা।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে একদফা- সাম্প্রতিক সহিংতা ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দেশে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এরমধ্যে ঢাকা ও এর আশপাশের জায়গায় বাড়লো কারফিউ শিথিলের সময়সীমা।