সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে তিন শতাধিক ছাতা ও পানির বোতল বিতরণ
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রিকশাচালক ও পথচারীর মাঝে বিনামূল্যে ছাতা, সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার। বুধবার (১ মে) বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপি শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় যুবলীগ নেতা প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নির্দেশে মানবিক যুবলীগের পক্ষে এ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বুধবার ৩শত জনের মাঝে বিশেষ হেড ফোল্ডিং ছাতাসহ পথচারী ও নিম্ন আয়ের সহস্রাধিক মানুষকে সুপেয় পানির পাশাপাশি খাবার স্যালাইন দেয়া হয়েছে। আর যতদিন এমন অসহ্য তাপদাহ থাকবে এ কার্যক্রম ততদিন চলবে।