https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৬ মে ২০২৪

চলতি মাসেই ঘূর্ণিঝড় হতে পারে, আভাস দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ । ৩৫ জন
Link Copied!

মে মাসের ১৫ তারিখের পর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর তা থেকে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এমনই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ মে) আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে ১৫ তারিখের পর দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রোববার (৫ মে) দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এদিন শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় হয়েছে ৩৬ মিলিমিটার।

সোমবার (৬ মে) সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রমেঘও সৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এ সময় মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে।