সংবাদ শিরোনাম ::
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: এক এক মারা গেলো চারজন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
রাজধানীর ভাষানটেকে মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু লামিয়া (৭) মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা শিশু লামিয়া।
এর আগে গত ১৩ এপ্রিল মেরুন্নেসা, ১৫ এপ্রিল রাতে শিশু লামিয়ার মা সূর্য্য বানু ও ১৬ এপ্রিল সকালের দিকে তার বাবা লিটন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।