https://bangla-times.com/
ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩

গ্যাস লিকেজের আগুনে দগ্ধ মা-ছেলে বার্ন ইউনিটে

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৩ ৯:১৮ পূর্বাহ্ণ । ১০৩ জন
Link Copied!

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের মোল্লাপাড়ায় গ্যাস লিকেজ থেকে আগুন দগ্ধ মা-ছেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।শনিবার (২ ডিসেম্বর) সকালে মোল্লাপাড়া তিনতলা বাসার তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ ওই দুইজন হলেন- সিমা বেগম (৫০) ও ছেলে রোমান হোসেন (২৫)। স্থানীয়রা অগ্নিকাণ্ডের পর দ্রুত মা-ছেলেকে উদ্ধার করে স্থানীয় ভিক্টরীয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করে।

দগ্ধ সিমা বেগমের আরেক ছেলে নাঈম জানান, ওই বাসায় বাথরুম দিয়ে আসা গ্যাসের লাইন লিকেজ হয়। রাতে তার মা রান্নার জন্য চুলা জ্বালাতেই ভাইসহ তিনি দগ্ধ হন।

নাঈম জানান, অগ্নিকাণ্ডের শিকার ওই ঘরে তার মা ও ভাই দু’জনই থাকতেন। তার ভাই রোমান একটি প্রিন্টিং কারখানায় কাজ করেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, সিমার শরীরের ৬০ শতাংশ এবং রোমানের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।