https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন বৈধ

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ । ১১০ জন
Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে তিনজনের। সোমবার (৪ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।

যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে- আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনা, গণ ফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদশে সুপ্রীম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর, এনপিপি’র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্যা।

তথ্য গোপন ও বিদ্যুত বিল বকেয়া থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কংগ্রেস মনোনীত সাহিদুল ইসলাম মিটুর মনোনয়ন। আর আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় বাতিল হয়েছে জাতীয় পার্টির শিশির চৌধুরীর মনোনয়ন। এছাড়া সমর্থন যাচাইয়ের তালিকা সঠিক না থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রর্থী মো. কামাল হোসেন।